আমাদের সম্পর্কে

আমাদের কথা

ইংলিশ থেরাপি বাংলাদেশের প্রথম আবাসিক এবং শতভাগ চর্চাভিত্তিক ইংলিশ লার্নিং ইনস্টিটিউট, যা ২০১৮ সালে দূরদর্শী উদ্যোক্তা সাইফুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এখানে ইংলিশ ভাষায় দুর্বল শিক্ষার্থীদের হাতেকলমে ধাপে ধাপে আন্তরিকতার সঙ্গে ইংলিশে দক্ষ করে গড়ে তোলা হয়। ইংলিশ থেরাপির সফলতার গল্পগুলো এর কার্যকারিতা প্রমাণ করে। শতভাগ চর্চামুখী বিভিন্ন কৌশল প্রয়োগের ফলে শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনাগুলো উন্মোচিত হয়, যা ইংলিশ থেরাপির আন্তরিক শিক্ষকদের নিবিড় পরিচর্যার ফসল। জিরো লেভেল থেকে কার্যকরী দক্ষতা অর্জনের ক্ষেত্রে ইংলিশ থেরাপি এখন একটি পরীক্ষিত, নির্ভরযোগ্য এবং আস্থার স্থান। এখানে আসার মাধ্যমে ছোট বড় বিভিন্ন বয়সী হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হয়েছে। ইংলিশ ভাষার দক্ষতা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছে।

অনেক শিক্ষার্থী পরবর্তী সময়ে IELTS পরীক্ষায় কাঙ্ক্ষিত স্কোর অর্জন করে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। আপনার স্বপ্নপূরণের পথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা আন্তরিক আগ্রহে অপেক্ষমাণ। জিরো লেভেল থেকে ইংলিশের মজবুত ভিত্তি তৈরির ক্ষেত্রে ইংলিশ থেরাপিকে বেছে নেওয়া হবে আপনার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত!

ইংলিশ থেরাপির

পরিচয়ে যিনি আস্থা, নেতৃত্বে যিনি প্রেরণা

founder-ceo-saiful-islam

সাইফুল ইসলাম, ইংলিশ থেরাপি–এর উদ্ভাবনী প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বাংলাদেশের ইংরেজি শিক্ষায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনে দিয়েছেন। তিনি একইসাথে "Language Instructor’s Association Of Bangladesh (LIAB)" এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।

গত আট বছরে তিনি ৪৫,০০০+ শিক্ষার্থীকে সরাসরি পাঠদান করেছেন, এবং সামাজিক মাধ্যমে তার বিনামূল্যের শিক্ষা কনটেন্ট এর মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন। একজন সফল লেখক হিসেবে তিনি রচনা করেছেন বহু প্রশংসিত বই, যার মধ্যে রয়েছে: English Therapy, English Grammar, Vocab Therapy এবং সর্বশেষ English Therapy Level 02 এই বইগুলো রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড অর্জন করেছে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে, এবং দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার কপি বিক্রি হয়েছে দেশে ও বিদেশে।

শুধু পাঠদানেই নয়, শিক্ষায় তার প্রভাব আরও বিস্তৃত। তিনি মিরপুর, ঢাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিকট একটি আধুনিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছেন এবং ৪০টির বেশি হোস্টেল পরিচালনা করছেন, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা করছে। তার অবদানের স্বীকৃতি স্বরূপ, তাকে নিয়ে প্রকাশিত হয়েছে বহু মিডিয়ায় রিপোর্ট ও ফিচার—যেমন: দৈনিক আমাদের সময়, সময় টিভি, প্রথম আলো, বাংলা নিউজ এবং আরজে কিবরিয়া শো, সহ আরও অনেক অনলাইন ও টিভি প্ল্যাটফর্মে।

বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত ইংরেজি শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করছেন—যা তার অবিচ্ছিন্ন আত্মোন্নয়ন এবং দেশে-বিদেশে ইংরেজি শিক্ষায় অব্যাহত প্রভাব এরই প্রতিফলন।

ভর্তি সংক্রান্ত প্রশ্নোত্তর

ইংলিশ থেরাপিতে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং যারা সবল তাদের জন্য ইংলিশ স্পোকেন অনলাইন কোর্স।
কোর্সের মেয়াদ ৩ মাস।
কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই, দেখে দেখে রিডিং পড়তে পারলেই চলবে।
আবাসিক কোর্স ৩৫ হাজার টাকা (শুধুমাত্র থাকা ফ্রি থাকবে)। এবং অনাবাসিক কোর্স ২৬ হাজার টাকা।
জি কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
দুই ভাবেই করানো হয়। অনলাইন ব্যাচ অনলাইনে ক্লাস হয়, অফলাইন ব্যাচ অফলাইনে ক্লাস করানো হয়।
অনলাইন পেমেন্ট বা অফলাইনে এসে সরাসরি অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনোভাবে আপনি খুব সহজে ফর্ম ফিলাপ করে ভর্তি হতে পারবেন।
৫০% পেমেন্ট করে সিট কনফার্ম করার পর আপনার ফোনে অটোমেটিক সফটওয়্যার থেকে পেমেন্ট এসএমএস চলে যাবে এবং আমরা আপনাকে একটা মানি রিসিট দিব।
জি মেয়েদের জন্য আলাদা নিরাপদ আবাসিক ব্যবস্থা রয়েছে।