About Us

আমাদের কথা

ইংলিশ থেরাপি বাংলাদেশের প্রথম আবাসিক এবং শতভাগ চর্চাভিত্তিক ইংলিশ লার্নিং ইনস্টিটিউট, যা ২০১৮ সালে দূরদর্শী উদ্যোক্তা সাইফুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এখানে ইংলিশ ভাষায় দুর্বল শিক্ষার্থীদের হাতেকলমে ধাপে ধাপে আন্তরিকতার সঙ্গে ইংলিশে দক্ষ করে গড়ে তোলা হয়। ইংলিশ থেরাপির সফলতার গল্পগুলো এর কার্যকারিতা প্রমাণ করে। শতভাগ চর্চামুখী বিভিন্ন কৌশল প্রয়োগের ফলে শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনাগুলো উন্মোচিত হয়, যা ইংলিশ থেরাপির আন্তরিক শিক্ষকদের নিবিড় পরিচর্যার ফসল। জিরো লেভেল থেকে কার্যকরী দক্ষতা অর্জনের ক্ষেত্রে ইংলিশ থেরাপি এখন একটি পরীক্ষিত, নির্ভরযোগ্য এবং আস্থার স্থান। এখানে আসার মাধ্যমে ছোট বড় বিভিন্ন বয়সী হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হয়েছে। ইংলিশ ভাষার দক্ষতা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছে। অনেক শিক্ষার্থী পরবর্তী সময়ে IELTS পরীক্ষায় কাক্সিক্ষত স্কোর অর্জন করে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। আপনার স্বপ্নপূরণের পথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা আন্তরিক আগ্রহে অপেক্ষমাণ। জিরো লেভেল থেকে থেকে ইংলিশের মজবুত ভিত্তি তৈরির ক্ষেত্রে ইংলিশ থেরাপিকে বেছে নেওয়া হবে আপনার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত!