ব্যবহারকারীর শর্তাবলি
স্বাগতম www.englishtherapy.com.bd ওয়েবসাইটে (যা এখানে “ওয়েবসাইট” হিসেবে উল্লেখ করা হয়েছে)। এই শর্তাবলী ও নীতিমালা আপনার ওয়েবসাইট এবং এর পরিসেবার ব্যবহারের শর্তসমূহ নির্ধারণ করে। এই ওয়েবসাইটে প্রবেশ বা ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। আপনি যদি এই শর্তাবলীতে সম্মত না হন, তাহলে দয়া করে ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।
শর্তাবলী গ্রহণ
এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনি কমপক্ষে ১৮ বছর বয়সী অথবা আপনার আইনগত অভিভাবকের তত্ত্বাবধানে ওয়েবসাইটটি ব্যবহার করছেন।
প্রদত্ত পরিষেবা
www.englishtherapy.com.bd ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নে সহায়ক সম্পদ, কোর্স এবং অন্যান্য পরিসেবার প্রদান করে। সমস্ত কন্টেন্ট ও পরিসেবার “যেমন আছে” ভিত্তিতে সরবরাহ করা হয় এবং কোনও গ্যারান্টি বা নিশ্চয়তা ছাড়া, যদি না বিশেষভাবে উল্লেখ করা থাকে।
ব্যবহারকারীর দায়িত্ব
- রেজিস্ট্রেশন বা পরিসেবার ক্রয়ের সময় সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে।
- ওয়েবসাইটের অপব্যবহার করা যাবে না, যেমন অবৈধ উদ্দেশ্যে ব্যবহার, ক্ষতিকারক কোড প্রেরণ, অথবা নিরাপত্তা বৈশিষ্ট্য লঙ্ঘন।
মেধাস্বত্ব
ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট, যেমন টেক্সট, গ্রাফিক্স, লোগো, ভিডিও এবং কোর্স উপকরণ www.englishtherapy.com.bd বা এর কন্টেন্ট সরবরাহকারীদের মালিকানাধীন। অনুমতি ছাড়া ব্যবহার, প্রতিলিপি বা বিতরণ কঠোরভাবে নিষিদ্ধ।
পেমেন্ট এবং রিফান্ড
- পরিসেবার জন্য নূন্যতম অর্ধেক পেমেন্ট আগেই করতে হবে এবং কোর্সের আগে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
- রিফান্ড নীতিমালা পরিসেবা গুলোর জন্য প্রযোজ্য নয় । পরিসেবার ক্রয়ের আগে সকল শর্তাবলী পর্যালোচনা করতে ব্যবহারকারীদের উৎসাহিত করা হয়।
দায়বদ্ধতার সীমাবদ্ধতা
www.englishtherapy.com.bd ওয়েবসাইট বা পরিষেবা ব্যবহারে অক্ষমতার ফলে সৃষ্ট কোনো পরোক্ষ, আকস্মিক বা পরিণামমূলক ক্ষতির জন্য দায়ী থাকবে না।
তৃতীয় পক্ষের লিঙ্ক
আমাদের ওয়েবসাইটে অতিরিক্ত সম্পদের জন্য তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত থাকতে পারে। আমরা এই বাহ্যিক ওয়েবসাইটগুলোর কন্টেন্ট বা নীতিমালার জন্য দায়বদ্ধ নই।
গোপনীয়তা নীতি
আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে পরিচালনা করা হয় সে সম্পর্কে জানতে আমাদের গোপনীয়তা নীতি [লিঙ্ক দিন, যদি প্রযোজ্য হয়] পর্যালোচনা করুন।
ব্যবহার বন্ধ করা
এই শর্তাবলীর কোনো লঙ্ঘনের জন্য বা প্রাসঙ্গিক কারণে আমরা কোনো নোটিশ ছাড়াই আপনার ওয়েবসাইট ব্যবহারের অনুমতি বাতিল বা সীমিত করার অধিকার সংরক্ষণ করি।
শর্তাবলীর পরিবর্তন
www.englishtherapy.com.bd যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। যেকোনো পরিবর্তন ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে কার্যকর হবে। এই শর্তাবলী নিয়মিত পর্যালোচনা করা আপনার দায়িত্ব।
প্রযোজ্য আইন
এই শর্তাবলী এবং www.englishtherapy.com.bd-এর কার্যক্রম বাংলাদেশ সরকারের আইন এবং নিয়মকানুন দ্বারা পরিচালিত হবে। এই ওয়েবসাইট ব্যবহারের ফলে উদ্ভূত যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতের একমাত্র এখতিয়ারাধীন হবে।